বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের হারু শাহের মাজার সংলগ্ন একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহিদ হাসান জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে হারু শাহের মাজারের পাশে একটি ঘাসের জমিতে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে জমির মালিক গোলাম রসুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে নিহতের পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মরদেহটি জাহিদ হাসানের বলে শনাক্ত করেন।

নিহতের ফুফাতো ভাই ও সাবেক ইউপি সদস্য আব্বাস আলী জানান, মঙ্গলবার দিনগত রাত থেকে জাহিদ নিখোঁজ ছিল। আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। পরে ফোনে জানতে পারি এখানে একটি মৃতদেহ পড়ে আছে। এসে দেখি সেটি আমার মামাতো ভাই জাহিদের মরদেহ।

এলাকাবাসীর দাবি, পরকীয়া সংক্রান্ত বিষয়ে কয়েকজনের সঙ্গে জাহিদের বিরোধ ছিল। এ ঘটনার জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন