চুয়াডাঙ্গা সদর উপজেলার কলেজ রোড এবং মাঝের পাড়া এলাকায় এক বিশেষ তদারকি মূলক অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি গ্যাস, শিশু খাদ্য ও বেকারি পণ্যের গুণগত মান ও আইনি নির্দেশনা পালনের বিষয়টি যাচাই করা হয়। এ সময় নূর এন্টারপ্রাইজ ও গ্রীন ফুড নামে দুইটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সূত্র জানায়, অভিযানে অগ্নি নির্বাপক লাইসেন্স নবায়ন না করার অপরাধে নূর এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো. আবুল কাসেমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ১৫ হাজার টাকা এবং গ্রীন ফুডকে পণ্য মোড়কীকরণ নীতিমালা লংঙ্ঘন এবং বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ যথাযথভাবে না করায় আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, পৌরসভা, ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
