শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

চুয়াডাঙ্গায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জয়নুর (৫৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দহুদা গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত জয়নুর গোবিন্দহুদা গ্রামের মৃত জড়ু মন্ডলের ছেলে। এছাড়া নিহত জয়নুরের ভাই খাজা আহমেদ (৫৭) ও জাহীর ( ৫০) এবং খাজা আহমেদের ছেলে দিপু ( ১৬)। তারা তিনজনেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়,​ দীর্ঘদিন ধরে গ্রামের নূরুল হক পেশকার গ্রুপ এবং মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নূরুল হক পেশকার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মাঠে কাজ করা প্রতিপক্ষ মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের জয়নুরসহ ৪ জনকে একা পেয়ে ধারালো অস্ত্র ও শাবল দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধর করে। এ সময় গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন জানান, আহতদের মধ্যে খাজা আহমেদ ও দিপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে এবং নিহত ব্যক্তির নাম জয়নুর। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন