চুয়াডাঙ্গার পৌরসভার পাঁচপকেট রেললাইন সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নারীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জিআরপি (রেলওয়ে ফাঁড়ি) পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশনে নিয়ে যায়।
রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে এক বৃদ্ধার দেহের খণ্ডিত অংশ পড়ে থাকতে দেখে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বয়স আনুমানিক ৭০ বছর।
এদিকে, খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুয়াডাঙ্গা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তারা ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
