মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অটোচালকের

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনুর রহমান (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামে তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মজনুর রহমান ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।

নিহতের পরিবার জানায়, মজনুর রহমান রোববার রাতে নিজের অটোরিকশাটি চার্জে দিয়েছিলেন। এরপর আজ ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় চার্জ থেকে রিকশাটি খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন