চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসপাতাল রোডের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকিমূলক অভিযান চালানো হয়ছে। এ সময় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট, ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অভিযানে মো. সহিদুল হক বিশ্বাসের মালিকানাধীন ডিজিটাল মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহারের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন