Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

চুয়াডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতায়িত হয়ে আলিফ হোসেন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আলিফ হোসেন সুবলপুর গ্রামের কৃষক আব্দুল মোমিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ সেসময় প্রতিবেশী বাবুর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলা করছিল। খেলার সময় হঠাৎ করে পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের ওপর পড়ে যায় শিশুটি।

এ সময় তার সঙ্গে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আলিফ তারের সঙ্গে ঝুলে থাকে। প্রায় এক ঘণ্টা স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার (এএসআই) আবুল বাশার জানান, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন