Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে ধর্ষণের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু ময়িরম হত্যার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন নিহতদের বাবা।  শুক্রবার (২২ ডিসেম্বর)  বিকেলে নিহতের বাবা ইয়াকুব মন্ডল বাদী হয়ে এই মামলা করেন। এর আগে ময়নাতদন্ত শেষে লাশ বেলা ১০টার দিকে ময়িরমের বাড়ি গোয়ালপাড়া দক্ষিণ নতুন মসজিদ পাড়ায় পৌঁছায়। বিকালে দক্ষিণ পাড়ার নতুন কবরস্থানে দাফন করা হয় হয় তাকে।

এর আগে ময়িরব গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিবেশী কয়েকজন কিশোরী আর তার ছোট বোনের সঙ্গে মাঠে শাক তুলতে যায়। দুপুরের দিকে ময়িরমের সঙ্গে যারা ছিল তারা বাড়ি এসে জানায় ময়িরমকে একজন ভুট্টার মধ্যে নিয়ে গেছে। তাকে খুঁজে পাচ্ছে না। পরে পরিবারের লোকজন মাঠে গিয়ে খোঁজাখুজি করে ভুট্টার খেতে তার গলা কাটা লাশ পড়ে থাকে দেখে।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, বিকালে লাশ দাফনের পর মামলা রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত জিজ্ঞেসাবাদের জন্য ৮-১০ জনকে থানায় আনা হয়েছিল। তবে জিজ্ঞেসাবাদ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত আমরা আসামিকে শনাক্ত করতে পারেনি। আশা করছি দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা করতে পারবো।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন