Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওমিদুল ইসলাম (২৭) নামের একজন নিহত হয়েছেন। রোববার ভোর সোয়া চারটার দিকে সীমান্তের ৮৯ নম্বর পিলারের কাছে ভারতীয় অংশে এই ঘটনা ঘটে। নিহত ওমিদুল কার্পাসডাঙ্গা ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

শহিদুল ইসলামের বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ওমিদুল সম্প্রতি বন্ধুদের প্ররোচণায় গরু ব্যবসায় যোগ দেন। ভারত থেকে গরু আনার জন্য শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ঘরে ফেরেননি। রোববার সকালে তিনি বিজিবির মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিএসএফ ওমিদুলের লাশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি লাশ ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন