বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সম্রাট ওরফে আকাশ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে ফার্মপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি তার মায়ের সঙ্গে শহরের ফার্মপাড়ায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সম্রাট সমবায় নিউ মার্কেটের একটি দোকানে কাজ করতেন। রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফার্মপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দিন শরীফ জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন