Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চুয়াডাঙ্গায় ঘ‌রে ঢু‌কে দম্প‌তি‌কে গলা কে‌টে হত‌্যা

গেজেট ডেস্ক

চুয়াডাঙ্গায় ঘরে ঢুকে এক দম্পতিকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।ঘটনাটি ঘটেছে জেলার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামে।

নিহতরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামে মৃত হিপাত মোল্লার ছেলে মো. ইয়ার আলী (৫০) ও তার স্ত্রী মোছা. রোজিনা খাতুন (৪৫)।

দামুড়হুদা মডেল থানার ওসি মো. আবদুল খালেক জানান, ধারণা করা হচ্ছে শনিবার রাতে কে বা কারা গোবিন্দপুর গ্রামের স্বামী মো. ইয়ার আলী ও স্ত্রী মোছা. রোজিনা খাতুনকে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। স্থানীয়রা রোববার সারাদিন তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে উঁকি মেরে স্বামী ও স্ত্রী দুজনের লাশ দেখতে পান।

পরে রোববার সন্ধ্যায় থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার আলামত সংগ্রহ চলছে। লাশের সুরতহাল করে চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হবে। তবে এ ঘটনার সঙ্গে যেই জড়িত হোক না কেন দ্রুত রহস্য উন্মোচন করে তাদের আইনের আওতায় আনা হবে বলে ওসি মো. আবদুল খালেক জানান।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন