Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে নবজাতকের মরদেহ উদ্ধার

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(৪ জানুয়ারি) সকালে উপজেলার মনোহরপুর আঁখ সেন্টারের পাশেই থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলেন, চুয়াডাঙ্গা-জীবননগর মেইন সড়কের পাশে মনোহরপুর আঁখ সেন্টারের নিকট কখন যেন কে বা কারা নবজাতকটিকে রেখে যায়। সকালে যখন কয়েকটি কাক মৃত নবজাতককে ঠুকরাতে থাকে, তখন আশেপাশের কয়েকজন তা দেখতে পান। এরপর জীবননগর থানা-পুলিশে ফোন করা হয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কে বা কারা কী কারণে ওই নবজাতকের লাশ ফেলে গেছে, তা জানতে পারেনি পুলিশ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন