Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জীবননগরে দু’ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ওষুধের ফার্মেসিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ আইনের ২৭ ধারায় টিপটপ ফার্মেসির মালিক এটিএম জুয়েলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর একই ধারায় তরফদার মেডিসিন হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চিকিৎসকদের উপহার হিসেবে দেওয়া প্রায় ৩০ হাজার টাকার ওষুধ (স্যাম্পল ওষুধ ) জব্দ করা হয়। এ ছাড়া ফার্মেসি থেকে জব্দ করা মেয়াদউত্তীর্ণ ওষুধ ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, জীবননগর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে টিপ টপ ফার্মেসী ও তরফদার ফার্মেসীকে যথাক্রমে ২হাজার ও ১০হাজার টাকা জরিমানা করা হয়। তরফদার ফার্মেসি থেকে আনুমানিক ৩০হাজার টাকার ফিজিসিয়ান স্যাম্পল ও কিছু মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। মেয়াদউত্তীর্ণ ওষুধ বিনষ্ট করা হয়েছে।জব্দকৃত ফিজিশিয়ান স্যাম্পল জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক এর নিকট বুঝিয়ে দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অবহ্যত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসের সহকারী পরিচালক কে এম মুহসীনিম মাহবুবসহ জীবননগর থানা-পুলিশের একটি দল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন