Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ডিঙ্গি নৌকা, বিষের বোতল ও ফাঁদ উদ্ধার

শরণখোলা প্রতিনিধি

পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির আওতাধীন চিপার ভারানী এলাকায় বনরক্ষীরা পায়ে হেঁটে টহল কার্যক্রম পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে ১টি ডিঙ্গি নৌকা, ২০০ মিলিলিটার ধারণক্ষমতার ১ বোতল ইন্ডিয়ান বিষ এবং ১টি খেপলা জাল জব্দ করা হয়। এছাড়াও জঙ্গলের অন্যান্য স্থানে টহল প্রদানকালে কিছু পুরাতন ফাঁদ উদ্ধার করা হয়।
রবিবার (১০ আগস্ট) বনবিভাগের পায়ে হাঁটা টহল দল এই অভিযান পরিচালনা করে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বন ও জলজ সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ ধরা, বিষ প্রয়োগ বা বন্যপ্রাণী শিকারের চেষ্টা করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন