Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডুমুরিয়ায় দেয়াল চাপা পড়ে এক রত্নাগর্ভা মায়ের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় দেওয়াল চাপা পড়ে আনারতি তরফদার (৬৫) নামের এক রত্নাগর্ভা মায়ের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে দেয়াল চাপা পড়ে মারা গেছেন তিনি। সে আটলিয়া ইউনিয়নের মোড়াবুনিয়া গ্রামের অমুল্য তরফদারের সহধর্মীনি।

জানা যায়, বৃহস্পতিবার রাতে মোড়াবুনিয়া গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো আনারতি। বসত ঘরটি মাটির দেয়াল ও টিনের ছাউনি। গত কয়েক দিনের টানা বৃষ্টির পানি লেগে দেয়াল নরম হয়ে পড়ে। রাত আড়াইটার দিকে বৃষ্টির সময় ঘুমন্ত অবস্থায় দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে আনারতি তরফতার নিহত হয়। রত্নাগর্ভা ওই মায়ের তিন ছেলের মধ্যে দুই ছেলে সহকারি শিক্ষক।

অসিত তরফদার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় ও অমরেশ তরফদার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সন্তানদের সু-শিক্ষায় গড়ে তোলার অন্যতম কারিগর ছিলেন তিনি। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কুলবাড়িয়া শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া (সৎকার) সম্পন্ন করা হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন