Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফুলতলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের মুরগী চান্দিনায় বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগ নেতা লিটু মোল্যা (৩৮) গুরুত্বর আহত হন। পুলিশ হামলাকারী সিরাজুল মোল্যাকে গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলতলা বাজারের মুরগী চান্দিনা এলাকায় দামোদর ঝাড়ুদারপাড়া এলাকার মৃতঃ রেজাউল মোল্যার পুত্র ওয়ার্ড যুবলীগ নেতা লিটু মোল্যার সাথে দামোদর প্রাইমারী এলাকার কুটি মোল্যার পুত্র অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য সিরাজুল মোল্যার কথা কাটাকাটি, বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সিরাজুল লিটু মোল্যার পিঠে উপুর্যপুরি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে লিটুকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফুলতলা থানায় মামলা হলে পুলিশ হামলাকারী সিরাজুলকে আটক করে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন