মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মেসির বানানো বলে সেমিফাইনালে এগিয়ে আর্জেন্টিনা(ভিডিও)

ক্রীড়া ডেস্ক

শুরু থেকেই কলম্বিয়াকে চাপে রেখেছে আর্জেন্টিনা। ছয় মিনিটের মাথায়ই চলে আসে প্রথম গোল। বক্সের মধ্যে লাউতারো মার্টিনেজকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইন্টার মিলান ফরোয়ার্ড।

আগের ম্যাচেও আর্জেন্টিনার ত্রানকর্তা হয়েছিলেন লিওনেল মেসি। দুই অ্যাসিস্টের পর ফ্রি কিক থেকে করেছিলেন দারুণ এক গোল। কোপা আমেরিকার সেমিফাইনালেও তাকে কেন্দ্র করেই আক্রমণে উঠে আর্জেন্টিনা।

শুরুতেই এসেছিল এগিয়ে যাওয়ার সুযোগও। কলম্বিয়ার দুই তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডি বক্সে ঢুকে পড়েন লিওনেল মেসি। দারুণভাবে বল বাড়িয়ে দেন নিকোলাসা গঞ্জালেসকে। কিন্তু তার হেড লক্ষ্যে ছিল না।

আগের ম্যাচের একাদশ থেকে ক্লান্তির কারণে পড়েন মার্কোস আকুনা। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নিকোলাস টালিয়াফিকো। এছাড়া পরিবর্তন এসেছে একটি জায়গায়। পিএসজি তারকা লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় শুরুর একাদশে থাকছেন গিদো রদ্রিগেজ। এই ম্যাচের একাদশেও হাঁটুর ইনজুরিতে একাদশে ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোর থাকা হচ্ছে না। ওই জায়গায় খেলছেন হেরমান পেজ্জেলা।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন