আগামী বছরও টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা

ক্রীড়া প্রতিবেদক

করোনা ভাইরাসের কারণে চলতি বছরের নির্ধারিত অলিম্পিক স্থগিত হয়েছে। টোকিওতে হতে যাওয়া এই অলিম্পিকের সম্ভ্যাব্য সময় নির্ধারন হয়েছে আগামী বছর। কিন্তু তারপরও ২০২১ সালে টোকিও অলিম্পিক আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আয়োজকরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনো করোনাভাইরাস সামাল দেয়ার মতো পরিস্থিতি হয়নি। এ অবস্থায় এতো বড় আয়োজনের ব্যাপারে শঙ্কা থেকেই যায়। বেশি মানুষের সমাগম স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে। অলিম্পিক আয়োজক কমিটি এবং টোকিও মেট্রোপলিটন সরকার জানায়, বাকি থাকা সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
এখনও পর্যন্ত করোনাভাইরাস থেকে মুক্তির তেমন সুসংবাদ পাওয়া যাচ্ছে না। প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে জাপানে। এজন্য সংশয় থেকেই যাচ্ছে টোকিও অলিম্পিক আয়োজকদের মধ্যে।
আগামি বছর ২৩ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৩২তম অলিম্পিকের। কিন্তু করোনার কারণে এ বৈশ্বিক আসর আলোর মুখ দেখবে কি না রয়েছে যথেষ্ট শঙ্কা।

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন