মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জেমিসনের তোপে তছনছ ভারত, হলো অলআউট

ক্রীড়া প্রতিবেদক

সাউদাম্পটনের আকাশের অভিমান কাটেনি এখনো। কালো মেঘে ছেয়ে আছে আকাশ। অভিমান জমা হতে পারে ভারতীয় ব্যাটসম্যানদের মনেও। ভালো শুরুর পরও যে তাদের ইনিংসটা লম্বা হলো না প্রত্যাশা মতো। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ২১৭ রানে।

শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় সেদিন হয়নি টসও। শনিবার প্রথমদিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমেছিল ভারত। ওই দিন ভারতের আশা হয়ে ক্রিজে ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে।

রোববার ভারতের স্কোরকার্ডে মাত্র তিন রান যোগ হতেই সাজঘরে ফেরত যান কোহলি। ১ চারে ১৩২ বল খেলে ৪৪ রান করেন তিনি। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত ব্যাট করা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্তও ফেরত যান দ্রুতই। ২২ বল খেলে ৪ রান করে তিনিও ফেরত যান জেমিসনের বলে।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান রাহানেও ছুতে পারেননি হাফ সেঞ্চুরি। ১১৭ বলে ৪৯ রান করে তিনি ফিরেছেন নিল ওয়েগনারের শিকার হয়ে। রবীন্দ্র জাদেজা ৫৩ বলে ১৫ ও রবীচন্দ্রন অশ্বিন ২৭ বলে ফেরত যান ২২ রান করে।

শেষ পর্যন্ত কিউই পেসারদের তোপের মুখে ২১৭ রানে অলআউট হয় তারা। নিউজিল্যান্ডের পক্ষে ২২ ওভার বল করে ৩১ রান দিয়ে পাঁচ উইকেট নেন জেমিসন। নিল ওয়েগনার ২ ও টিম সাউদি নিয়েছেন এক উইকেট।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন