মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাগেরহাট পৌরসভা

বাগেরহাট প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) এর বাগেরহাট জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

বালকদের খেলায় বাগেরহাট সদর উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে বাগেরহাট পৌরসভা চ্যাম্পিয়ন হয়েছে। বালিকাদের টুর্নামেন্টে কচুয়া উপজেলাকে ট্রাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে। টূর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে বাগেরহাট পৌরসভা দলের তপু, ফাইনাল খেলার সেরা খেলোয়াড় মনোনিত হয়েছে একই দলের শান্ত।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,সদর উপজেলা নির্বাহি অফিসার মোছাব্বিরুল ইসলামম বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে বালক ও বালিকা দুই বিভাগে ৯টি উপজেলার ১৮টি এবং বাগেরহাট পৌরসভার দুইটি মোট ২০টি দল অংশ গ্রহন করেন। গেল ১৩ জুন উদ্বোধনী শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই খেলা শুরু হয়েছিল।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন