মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট-বালক এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টূর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর সহকারি কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ।

টূর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় ঘোনা ইউনিয়ন ও আলিপুর ইউনিয়ন দল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

খুলনা গেজেট/কেএম

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন