মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে মিরাজ

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগে জিতে নেয়ায় প্রথম বারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি সিরিজে ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা।

এর প্রতিফলন দেখা গেছে সবশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সিরিজের বাংলাদেশের দুই সেরা বোলার মেহেদী মিরাজ ও মুস্তাফিজুর রহমান।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে সাত উইকেট নেয়া মেহেদী মিরাজ আছেন ক্যারিয়ার সেরা দুই নম্বরে। আফগানিস্তানের লেগস্পিনার মুজিবুর রেহমানকে পেছনে ফেলে দুই উঠে এসেছেন তিনি।

এটিই মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। এর আগে পাঁচ নম্বরে ছিলেন এই টাইগার অফস্পিনার। তার রেটিং পয়েন্ট ৭২৫। শীর্ষ থাকা নিউজিল্যান্ড পেইসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭।

বাংলাদেশের পেইসার মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট। এতে করে র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি।

আর দুই ম্যাচে তিন উইকেট নেওয়া সাকিব আল হাসান আছে বোলারদের র‍্যাঙ্কিংয়ের ১৭ নম্বরে। তবে বিশ্বসসেরা অলরাউন্ডার ধরে রেখেছেন তার স্থান। অলরাউন্ডার র‍্যাঙ্কিনয়ে শীর্ষেই আছেন সাকিব।

লঙ্কা সিরিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম উঠে এসেছেন ১৪ নম্বরে। এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওয়ানডে র‍্যাঙ্কিং।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পরবর্তী বাংলাদেশি ব্যাটম্যান তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে অধিনায়ক দ্বিতীয় ম্যাচে রান না পাওয়ায় নেমে গেছেন ২৪ নম্বরে।

খুলনা গেজেট/ এস আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন