Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শেষ দিনে স্বস্তি, ম্যানেজারসহ ৬ ফুটবলারের করোনা নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেয়ার রিপোর্টিংয়ে দারুণ স্বস্তি দিয়েছে বাফুফেকে। প্রথম দুই দিনে করোনা পরীক্ষা করা ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জন এবং সেই সাথে একজন সহকারি কোচের করোনা রিপোর্ট পজিটিভ আসার ফলে ক্যাম্প চালিয়ে নেয়ার ক্ষেত্রে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ দিন পরীক্ষা করা ৬ ফুটবলার ও ম্যানেজারের ফল নেগেটিভ আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাফুফে কর্মকর্তারা।

শেষ দিনে ফুটবলারদের বহণ করা বাসের ড্রাইভার ও তার সহাকরীর করোনাও পরীক্ষা করানো হয়েছিল। তাদের রেজাল্টও নেগেটিভ এসেছে।

শেষ দিনে রিপোর্ট করার কথা ছিল ৭ ফুটবলারের। এর মধ্যে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের জ্বর থাকায় আসেননি বগুড়া থেকে। বাকি ৬ জন আশরাফুল ইসলাম রানা, মামুনুল ইসলাম, তৌহিদুল আলম সবুজ, তপু বর্মন, ইয়াসিন খান ও রায়হান হাসান সকালে বাফুফে ভবনে রিপোর্ট করেন।

এরপর তাদের করোনা পরীক্ষা করা হয়। সে সঙ্গে ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর এবং বাসের দুই চালকেরও করোনা পরীক্ষা করানো হয়। রাতে বাফুফে রেজাল্ট পেয়েছে সবাই নেগেটিভ।

এ নিয়ে ৩০ ফুটবলারের মধ্যে ১২ জনের করোনা নেগেটিভ এসেছে। একজনের এখনো পরীক্ষা বাকি। দুই জন আছেন দেশের বাইরে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন