মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্রীলংকা সিরিজের ফিরলেন সাকিব, বাদ শান্ত

ক্রীড়া ডেস্ক

শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি সর্বশেষ নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজে ঊরুর ইনজুরির কারণে খেলেননি। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শ্রীলংকায় গত মাসে টেস্ট সিরিজে সেঞ্চুরি পাওয়া নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোহাম্মদ নাইম শেখ ও নাসুম আহমেদ।

সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ২৩ মে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১টায়।

প্রথম দুই ওয়ানডের দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মো. মিথুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মো. সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

অপেক্ষমান: নাইম শেখ, তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন