মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

এমবাপে-ইকার্দির গোলে পিএসজি চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বুধবার দিবাগত রাতে ফাইনালে এএস মোনাকোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় তারা। এমন জয়ে দুই অর্ধে দুটি গোল করেছেন মাউরো ইকার্দি ও কালিয়ান এমবাপে।

ফাইনালে মোনাকোর বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৯ মিনিটে এমবাপের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইকার্দি। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ফ্রেঞ্চ কাপের রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে পিএসজি। শিরোপা অক্ষুন্ন রাখে।

অন্যদিকে সবশেষ ১৯৯১ সালে শিরোপা জেতা মোনাকো আরও একবার ব্যর্থ হল। এর আগে ২০১০ সালে তারা ফাইনাল খেলেছিল। সেখানেও তাদের প্রতিপক্ষ ছিল এই পিএসজি। সেবারও তারা হেরে রানার্স-আপ হয়েছিল। এবারও তাই হলো।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন