শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

শিগগিরই দেশে ফিরছেন সাকিব : সেপ্টেম্বরে বিকেএসপিতে অনুশীলন

ক্রীড়া প্রতিবেদক

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পেয়ে তা গোপন রাখার কারণে গত অক্টোবরে ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ হন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এর মধ্যে এক বছরের সাজা হলো স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবরে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব।

নিষেধাজ্ঞার পরপরই যাতে করে ক্রিকেট মাঠে ফিরতে পারেন এজন্য আগেভাগেই অনুশীলন করবেন সাকিব। আর সেটি হতে যাচ্ছে আগামী মাসে তথা সেপ্টেম্বরে। সাকিব অনুশীলন করবেন সাভারের বিকেএসপিতে। শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন।

নাজমুল আবেদীন বলেছেন, ‘সেপ্টেম্বরের শুরুর দিকে সাকিব দেশে ফিরবে। বিকেএসপিতে অনুশীলন করবে। আমার সঙ্গে সাকিবের কথা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা আছে। ক্রিকেটের বাইরেও অন্য কোচরা আছেন, যাঁরা তার ফিটনেসের ব্যাপারে সাহায্য করতে পারবেন।’

সাকিব আল হাসান এখন স্ত্রী ও দুই কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নিষিদ্ধ হওয়ার আগে গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন সাকিব। এরপর ভারত সফরের আগ মুহূর্তেই নিষিদ্ধ হন তিনি।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন