Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সেপ্টেম্বরে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

আরেকটি ক্রিকেট সিরিজ স্থগিত হয়ে গেল করোনাকালে। সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড দলের ভারত সফরে আসার কথা ছিল। সেই সফরটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। কারণ ভারতে এই মুহূর্তে করোনাভাইরাস মহামারীর যে ভয়াবহ অবস্থা তাতে ক্রিকেট খেলার কোনো পরিস্থিতি নেই। আর সেই কারণে ভারত এবারের আইপিএলও দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করছে।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ খেলার পরিকল্পনা করেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপই যখন স্থগিত হয়ে গেছে, তখন এই প্রস্তুতিরও যে এখন আর প্রয়োজন নেই!

নতুন বছর ২০২১ সালের শুরুতে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে। সেই সময়টায় এই তিন ম্যাচের ওয়ানডেও খেলার পরিকল্পনা করছে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটা তখন হয়তো বা চার টেস্টে পরিণত হবে।

হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য অনুযায়ী ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখের ওপর গিয়ে পৌঁছেছে। ৭ আগস্ট পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ হাজার ৫৮৫ জন লোক মারা গেছে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন