Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় ফুটবল দলের আরও ৬জন করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হয়নি এখনও। তার আগেই করোনা হানা দিয়েছে জাতীয় ফুটবল দলে। প্রস্তুতির প্রথম দিনেই চার ফুটবলার করোনা পজিটিভ হয়েছিলেন। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে আরও ৬জন! ফলে মোট ১০জন করোনা আক্রান্ত পাওয়া গেলো জাতীয় দলে।

দ্বিতীয় দিনে ১২ জনের পরীক্ষা হয়েছিল। সেখান থেকেই পজিটিভ পাওয়া গেছে ৬ জন। এরা হলেন- গোলকিপার শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার সোহেল রানা, রবিউল হাসান ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

এর আগে প্রথম দিন করোনায় আক্রান্ত হয়েছেন- ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এছাড়া বাকি তিনজন হলেন- এমএস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম।

আগামী শনিবার বাকি ৭ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হবে। এই অবস্থায় দল নিয়ে বিপাকেই পড়েছে বাফুফে। তাই শেষ দিনের পরীক্ষার ফল দেখেই সিদ্ধান্ত হবে স্কোয়াডের সদস্য বাড়বে কিনা। জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘করোনায় আক্রান্ত হলে এখন কী করার আছে? সবাইকে সাবধানে থাকতে হবে। এখন শেষ দিনের পরীক্ষা বাকী আছে। তারপর দেখা যাক কী হয়।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন