মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শুরুতেই সাজঘরে সাইফ

ক্রীড়া প্রতিবেদক

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউর শিকার হয়ে ওপেনার সাইফ হাসান ফেরেন সাজঘরে। তিনি রানের খাতাই খুলতে পারেননি।

স্কোর: বাংলাদেশ ৮/১ (তামিম ৮, শান্ত ০)

পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।

পাল্লেকেলের ২২ গজে পেসাররা সুবিধা পাবেন এমন ধারণা আগে দিয়ে রেখেছিলেন মুমিনুল হক। তাইতো দল বাছাইয়ে পেসারদের অগ্রাধিকার দিয়েছেন। তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে রয়েছেন মিরাজ ও তাইজুল। এছাড়া ছয়জন স্পেশালিস্ট ব্যাটসম্যানের সঙ্গে মিরাজ আছেন অলরাউন্ড ভূমিকায়।

বাংলাদেশ দলে রয়েছেন মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাশ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোহাম্মদ সাইফ হাসান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন