জাতীয় ফুটবল দলের ৪ জন করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বকে সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শর্ত ছিল ক্যাম্পে যোগ দানের আগে করতে হবে করোনা টেস্ট। আর এতেই জানা গেলো জাতীয় দলের চার ফুটবলার কোভিড-১৯ পজিটিভ।

বুধবার দুপুরেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। তিনি জাতীয় দলের ক্যাম্পে রিপোর্টই করতে আসেননি। তার স্ত্রী চৈতী ঘোষও কোভিড-১৯ পজিটিভ।

সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম পর্বে দলের ২০ জনের কোভিড-১৯ পরীক্ষা করা হয়।

সন্ধ্যার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, জাতীয় দলের আরো তিন ফুটবলারের করোনায় আক্রান্ত। তারা তিনজনই জাতীয় দলের নতুন মুখ এম এস বাবলু, সুমন রেজা ও নাজমুল ইসলাম। এছাড়া বাকী ১৭ জন খেলোয়াড় ও কোচিং স্ট্যাফ করোনা নেগেটিভ।

গাজীপুরের সারাহ রিসোর্টে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। আজ রাতে ১২জন ফুটবলারের সেখানে যাওয়ার কথা ছিল। যাওয়ার আগে সবার করোনা পরীক্ষা করা হয়। তাতেই ধরা পড়ে এই তিনজন কোভিড-১৯ পজিটিভ। বাকি ৭ ফুটবলার রাত সাড়ে আটটায় রওনা হয়েছেন গাজীপুর।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন