মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দ্বিতীয় ম্যাচে ভুল করতে চায় না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ডানেডিনের বড় হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন পিছিয়ে বাংলাদেশ। সিরিজে দ্বিতীয় ম্যাচ বাঁচা-মরার লড়াই। দু’বছর আগে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ থেকে বাংলাশে পেয়েছিল নারকীয় অভিজ্ঞতা, ভয়াবহ সন্ত্রাসী ঘটনার কবল থেকে সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেছিল পুরো দল; সেই শহরে মঙ্গলবার, ২৩ মার্চ সকালে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হবে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের এই ম্যাচটি দিবারাত্রির। কিউই পরিবেশে এটাও হবে তামিমদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে ন্যূনতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ। ১৩১ রানে অলআউট। কিউইরা ম্যাচ জিতে যায় মাত্র ২১ ওভার ২ বলে। পুরোপুরি নো কম্পিটিশিন ম্যাচ আরকি!

দ্বিতীয় ম্যাচে এই ভুলগুলো আর করতে চায় না বাংলাদেশ। ক্রিকেটাররা দিতে চান নিজেদের সেরাটা। মোহাম্মদ মিথুন সেই প্রতিজ্ঞার কথাই জানাচ্ছিলেন, ‘এ ধরনের উইকেটে ভালো করতে হলে অবশ্যই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। গত ম্যাচে খুবই বাজে ছিল। যওি কন্ডিশন আমাদের পক্ষে ছিল না। এর আগেও বলা হয়েছে যে আমরা এতো খারাপ ল না। ক্রাইস্টচার্চ নতুন ভেন্যু, নতুন আরেকটা ম্যাচ। অবশ্যই চাইবো, আগের ম্যাচের সবকিছু ভুলে গিয়ে সামনের ম্যাচে সেরাটা দেওয়ার। অবশ্যই আমাদের ২৬০-২৭০ না করলে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই করাটা কঠিন। উইকেট যেমনই হোক, সেটির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আমাদের ম্যাচ জেতার জন্য যতটুকু করা দরকার এবং বোলাররা যাতে একটু নির্ভার থাকতে পারে অন্তত এমন একটা লক্ষ্য দিতে চাই।’

এই ম্যাচের একাদশে বদল নিয়ে নামতে পারে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের পরিবর্তে সেরা একাদশে আসতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন বা রুবেল হোসেন। তিনে নেমে প্রথম ম্যাচে শূন্য রানে ফেরা সৌম্য সরকারের ওপর এই ম্যাচেও ভরসা রাখছে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই হলেও প্রথম ম্যাচে কতৃত্ব দেখিয়ে পাওয়া জয়ের স্বস্তি নিয়ে নামবে নিউ জিল্যান্ড। এই ম্যাচেই জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে নিতে চাইবে টম ল্যাথামের ল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচেও খেলতে পারবেন না রস টেলর। ফিরলে বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে যেতো। তারে দেখা যেতে পারে প্রথম ম্যাচের একাদশেই।

নিউ জিল্যান্ডেরর বোলিং কোচ গ্যারি স্টিড মনে করেন নিউ জিল্যান্ড প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় রাখবে। তবে তিনি প্রত্যাশা করছেন বাংলাদেশও ঘুরে দাঁড়াবে এই ম্যাচে।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন