মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি

নড়াইল ভেন্যুতে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ-১৮ ক্রিকেট প্রতিযোগিতা-২০২১। সোমবার (২২ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে নড়াইল ভেন্যুতে কুষ্টিয়া, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা অংশগ্রহন করছে। আগামী ২৯ মার্চ এই খেলার সমাপনি অনুষ্ঠিত হবে।

উদ্বোাধনী আয়োজনে জেলা ক্রিড়া সংস্থার সহ- সভাপতি মোঃ আইয়ুব খান বুলুর সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা কৃষ্ণপদ দাস, আব্দুর রশীদ মন্নুসহ ক্রীড়া প্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন