মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পোর্ট সিটি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মোহামেডান ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

মুজিব শতবর্ষ উপলক্ষে রূপসা যুগিহাটী শোলপুর মিতালী যুব সংঘ মাঠ প্রাঙ্গণে পোর্ট সিটি ওয়ারিয়র্স আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২১ সেপ্টেম্বর ২০২১ইং রবিবার দুপুর ১টায় শোলপুর মিতালী যুব সংঘ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাড করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেন মোহামেডান ক্রিকেট একাডেমী। জবাবে ব্যাড করতে নেমে ১৮ ওভার ৪ বল শেষে ১২৯ রান সংগ্রহ করেন গ্রীনফিল্ড ক্রিকেট একাডেমী।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন মহানগর যুবলীগের আহবায়ক মোঃ শফিকুর রহমান পলাশ। পোর্ট সিটি ওয়ারিয়র্স এর সভাপতি মোঃ রিয়াজুল করিম রিয়াজ-এর পরিচালনায় বিশিষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বুলু, মোহামেডান ক্রিকেট একাডেমীর কোচ এজেডএম ওয়াহিদুল ইসলাম সেলিম, দৈনিক সময়ের খবর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মোঃ রবিউল গাজী উজ্জল, সাবেক ক্রিকেটার মোস্তাক আহম্মেদ। অনুষ্ঠানে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন