Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদে স্ত্রীকে গাড়ি উপহার দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে আজ পালিত হচ্ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই ঈদে স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে গাড়ি উপহার দিলেন সাকিব।

শনিবার ঈদের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একটি গাড়ীর ছবি পোষ্ট করেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। ক্যাপশনে লেখেন, ‘হাজবেন্ডের কাছ থেকে আমার ঈদি’।

আগের দিন শুক্রবার মহামারির মধ্যে ঈদের আনন্দ চারদিকে ছড়িয়ে দিতে আহ্বান জানান দেশসেরা অলরাউন্ডার সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব লেখেন, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ-উল-আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে’।

আগামী মাস থেকে তিনি ইংল্যান্ডে অনুশীলন শুরু করতে পারেন। কারণ, সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ আগস্ট নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন তিনি।

এ মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রে বসেই অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশসেরা এ ক্রিকেটার।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন