মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

একাডেমী কাপ ফুটবল লিগে চ্যাম্পিয়ন সিএন্ডবি লাল দল

নিজস্ব প্রতিবেদ

বিপাশা ক্রীড়া চক্র আয়োজিত একাডেমী কাপ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিএন্ডবি লাল দল। শুক্রবার বিকেলে নগরীর সিএন্ডবি কলোনী মাঠে অনুষ্ঠিত লিগের ফাইনালে তারা গোলদার পাড়া সূর্যতরুন ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস। ইসতিয়াক আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোস্তফা সিকদার, বিপাশা ক্রীড়া চক্রের সদস্য মোঃ ইসমাইল হোসেন বাবু, মোঃ বড় বাবু, মোঃ রানা, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নান্নু।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সুজন আকন, রাব্বি, আলামিন, টিপু, রুম্মান প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন