সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

এক কোটি রুপীতে রাজস্থানে মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

আইপিএলের প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট।

প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের আওয়ার্ড।

২০২১ আইপিএলের জন্য তাকে এক কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কাটার মাস্টার খ্যাত এই পেসারের ভিত্তিমূল্যও ছিল এক কোটি। ভিত্তিমূল্য দিয়েই তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান।

এর আগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন