Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এএফসি প্রতিযোগিতার আয়োজক হতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এর আগেও এএফসি মেয়েদের বয়সভিত্তিক ফুটবলের গ্রুপ পর্বে স্বাগতিক হয়েছিল বাংলাদেশ। এবার এএফসি অনূর্ধ্ব-১৭ ও ২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড-১-এর খেলায় আয়োজক হওয়ার আগ্রহ বাংলাদেশের। দুটি প্রতিযোগিতার ভেন্যু হিসেবে সিলেট ও কক্সবাজার নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে এএফসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৭ ও ২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব হবে ২০২২ সালে। এর আগে ২০২১ সালের ৩ থেকে ২১ এপ্রিল পর্যন্ত হবে অনূধর্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকে। এছাড়া অনূর্ধ্ব-২০ ফুটবলের ভেন্যু কক্সবাজার। বাছাই পর্ব হবে ১৩ থেকে ২১ মার্চ।

এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘এএফসির দুটি বাছাই পর্বের স্বাগতিক হতে চাই আমরা। এজন্য আবেদনও করা হয়েছে। আমরা চাইবো দুটি ভেন্যু পেতে। তা না হলে একটি ভেন্যুর জন্য জোর দেওয়া হবে।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন