সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুরে বাপি ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে অ্যাডভান্স ট্রেনিং সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক

খালিশপুরে বাপি ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে বিবিএ খালিশপুর শাখায় ৭ই জানুয়ারি ২০২১ থেকে অনুর্ধ-১৯ খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য এক মাসব্যাপী অ্যাডভান্স ট্রেনিং শেষে আন্তঃ একাডেমি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জুনিয়র লেভেল এ চ্যাম্পিয়ন হয় বাবু-পলাশ জুটি এবং রানার্স আপ হয়েছে শাফিন-তাজিম জুটি। অ্যাডভান্স লেভেল গ্রুপে চ্যাম্পিয়ন হয় নাসিফ ও ইসা জুটি এবং রানার্স আপ হয় তাহসিন ও আকাশ জুটি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর থানা যুবলীগ নেতা আশরাফুল ইসলাম (মুন)। এসময় উপস্থিত ছিলেন কামরুজজামান কামরুল, আব্দুস সালাম, রথীন হালদার, আব্দুর রহমান খালাশি, হাফিজুর রহমান মিলন এবং বাপি ব্যাডমিন্টন একাডেমী এর প্রধান কোচ ও একাডেমী প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান বাপি।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন