সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা বিকেএসপিতে খেলোয়াড় ভর্তি ১২ ও ১৩ ফেব্রুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদী বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষে ২০২১ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা বিভাগের খেলোয়াড় ভর্তি বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আফিল গেট আটরায় অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম অনলাইনে পুরণ করতে হবে।

প্রাথমিক নির্বাচনের দিনে প্রশিক্ষণার্থীদের অনলাইনে পুরণকৃত নিবন্ধন ফরমের প্রিন্ট কপি এবং পরীক্ষার ফি বাবদ নগদ ২০০ টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। একজন প্রার্থী পৃথক পৃথক নিবন্ধন নম্বর দিয়ে একাধিক ক্রীড়া বিভাগে পরীক্ষা দিতে পারবে। যে কোন প্রয়োজনে ০১৭১২-১৩২৮৬৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন