সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

জ‌য়ের জন‌্য উই‌ন্ডিজের প্রয়োজন ২৮৫ রান, বাংলা‌দে‌শের ৭ উই‌কেট

ক্রীড়া প্রতি‌বেদক

উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ব্যাট-বল হাতে কর্তৃত্ব দেখিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে শতক হাঁকিয়েছেন মুমিনুল হক, হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দ্বিতীয় ইনিংসে এই দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৯৪ রানের বিশাল লিড দেয় স্বাগতিকরা। লক্ষ্যে খেলতে নেমে মিরাজের ঘূর্ণিতে ৩ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে উইন্ডিজের সংগ্রহ ১১০ রান। ক্রিজে আছেন কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার। উইন্ডিজ এখনো পিছিয়ে আছে ২৮৫ রানে। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। হাতে এখনো আছে পুরো একদিন।

সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংস- বাংলাদেশ: ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ: ২৫৯; দ্বিতীয় ইনিংস- বাংলাদেশ: ২২৩/৮, দ্বিতীয় ইনিংস-ওয়েস্ট ইন্ডিজ: ৪০ ওভারে ১১০/৩ ( বোনার ১৫*, মায়ার্স ৩৭* )

এরআ‌গে পরপর দুই ওপেনারকে তুলে নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ খেলতে থাকা ক্যাম্পবেল-ব্র্যাথওয়েটকে ফেরান সাজঘরে। এরপরে বোনার-মোসলে হাল ধরার চেষ্টা করছিলেন; কিন্তু মিরাজ তা হতে দেননি। শেন মোসলেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১২ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন