সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

একের পর এক সিরিজ চূড়ান্ত হচ্ছে টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

করোনার মহামারীর কারণে গেল ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত থাকতে হয়েছে। দীর্ঘ বিরতির পর টাইগার ক্রিকেটারদের দম ফেলবার ফুরসতটাও পাবেন কালে ভদ্রে। একের পর এক সিরিজ চূড়ান্ত হচ্ছে।

ওয়ানডে সিরিজে উইন্ডিজের হোয়াইট ওয়াশের পর টেস্টে মনোযোগী ডমিঙ্গোর ছাত্ররা। দেশের মাটিতে সিরিজ শেষ করেই উড়াল দেবে নিউজিল্যান্ডে। মার্চে খেলতে হবে কিউইদের সঙ্গে। সুপার লিগের এই ম্যাচগুলো খেলে ঢাকায় ফিরেও খুব বেশি বিশ্রাম করতে পারবেন না ক্রিকেটাররা। গেলো বছর ডিসেম্বরে লঙ্কানদের বিপক্ষে ২০২৩ সালের আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের নির্ধারিত যে তিনটি ম্যাচ আটকে ছিলো, তা মাঠে গড়াবে মে মাসে। বাঘেদের ডেরায় আসবে অতিথিরা।
সূচি নির্ধারিত না হলেও এরপরই স্থগিত হওয়া টেস্ট সিরিজ খেলতে লঙ্কা সফরে যাবে টাইগাররা। তবে সেখানে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

করোনার বন্দিদশা থেকে টাইগারদের মাঠে ফেরার প্রথম উপলক্ষ্য টা ছিল লঙ্কা সফর। তবে কোয়ারেন্টাইনের দর কষাকষিতে শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি সেই টেস্ট সিরিজ। লঙ্কানরা ঘরে ফিরলেই তাদের আতিথ্য নিতে যাবে বাংলাদেশ। অবশ্য কোয়ারেন্টাইনের ব্যাপারে বাকি দেশগুলোর মতো শর্ত থাকলে তবেই তাতে সায় দেবে বিসিবি- এমনটাই জানালেন আকরাম খান।
নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা সফরের পর জুনে জিম্বাবুয়ের মাটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে সাকিব-তামিমদের।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন