সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে শুরু হয়েছে বাফুফের বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়াড় বাছাই

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে শুরু হয়েছে বাফুফের বয়স ভিত্তিক প্রতিভাবান খেলোয়ার বাছাই কার্যক্রম।
আজ শনিবার সকালে গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি ষ্টেডিয়ামে এ বাছাই পর্বের খেলা শুরু হয়। দুই দিনের এই বাছাই পর্বে আগত তিন শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে নির্বাচন করা হবে। বাংলাদেশ ফুটবল এসাসিয়েসনের কোচ মোঃ আবুল হোসেন ও সাহানুর রহমান বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জসিমুদ্দিন খান খসরু,সহ সভাপতি আলী আকবর মিল্টন,জাহাঙ্গীর কবির,সাধারন সম্পাদক শফিক আহম্মেদ ডিটু,সাবেক সভাপতি আহম্মদ অলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/  টি  আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন