সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর সমাপণী

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর সমাপণী অনুষ্ঠান আজ সন্ধায় খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপ-পরিচালক নিভা রাণী পাঠক ও কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য কাউন্সিলর মো: আমিনুল ইসলাম মুন্না।

অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র ৭টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ান, রানার-আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন