সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা ফুটবল রেফারি সমিতির সহ-সভাপতি মনসুর : সাঃ সম্পাদক আমানত

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আমানত আলী হালদার। গতকাল শুক্রবার সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৪ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি এ মনসুর আজাদ ও মোল্যা আফরুল ইসলাম, যুগ্ম-সাধারন নৃপেন রায় চৌধুরী, কোষাধ্যক্ষ কিশোর বকসী, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মান্নান, নির্বাহী সদস্য বেনজির আহমেদ, পলাশ মাহমুদ, মোশাররফ হোসেন, শিশির ঘোষ, বাশির আহমেদ লালু, মো. মাহবুবুর রহমান, আব্দুর রহমান ঢালী ও হারুন অর রশিদ।

এর আগে এসোসিয়েশনের সভাপতি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী শামীম ও বাংলাদেশ ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক হাজী ওসমান গনি। সভায় স্বগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক এহসানুল হক। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন