সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

হোসেইনের স্পিন জাদুতে টাইগারদের ২ উকেটের পতন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দুই ওপেনার তামিম ও লিটন ১২২ রানের সহজ টার্গেট নিয়ে সতর্কতার সাথে নিজেদের ইনিংস শুরু করে। দু’জনে নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়ার মাধ্যমে ধীর গতিতে রানের চাকা ঘুরাতে থাকে,তারা অবিচ্ছিন্ন থেকে ১০ ওভারে সংগ্রহ করে ৩৯ রান। তামিম ২১ ও লিটন ১১ রানে অপরাজিত ছিলেন।

কিন্তু ১৪ তম ওভারে ওয়েষ্ট ইন্ডিজের আকিল হোসেইন এর দ্বিতীয় ডেলিভারি লিটনের ব্যাট ফাকি দিয়ে অফ স্ট্যাম্পে আঘাত করে। টাইগাদের ৪৭ রানের জুটি ভেঙ্গে লিটন ব্যক্তিগত ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর ওয়ানডাউনে আসা শান্ত অধিনায়ক তামিমের সাথে জুটি বাধলেও বেশিক্ষন টিকতে পারেনি। ওপেনিং জুটি ভেঙে দেয়া সেই স্পিনার হোসেইন এর বলে জেসনের হাতে ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রানে ফিরে যান তিনি। ১৬ তম ওভারে দলের সংগ্রহ ছিলো ২ উইকেটে ৫৭। শান্তর বিদায়ের পর উেইকেটে আসেন সাকিব।

এর আগে সফরকারীরা জয়ের জন্য বাংলাদেশের সামনে ১২৩ রানের টার্গেট দেয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন