সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শেখ আবু নাসের গোল্ডকাপের ফাইনালে শেখ কামাল

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবলে চমৎকার খেলা উপহার দিয়ে নিজেদেরকে ফাইনালে উন্নীত করেছে শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি ।

গতকাল রবিবার নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রথম সেমি-ফাইনালের ম্যাচে তারা ৩-০ গোলে পরাজিত করেছে খালিশপুর কিশোর একাদশকে। দলের পক্ষে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেন ১১ নম্বর জার্সিধারী   নাজমুল। এ জয়ের ফলে ফাইনালও নিশ্চিত করে দলটি।

প্রথমার্ধের খেলা গোলশুন্যে ভাবে শেষ হলে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে জয়ের নেশায় মরিয়া হয়ে উঠে শেখ কামাল। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। তাদের আক্রমণে ডিফেন্স লাইন ভেঙ্গে যায় কিশোর একাদশের। এ সুযোগে পর পর তিনটি গোল করে দল ফাইনালে নিয়ে যায় নাজমুল।

খেলা পরিচালনা করেন রেফারী নাজমুল ইসলাম, জাহিদুজ্জামান ও শেখ তৌহিদ। আজ সোমবার একই মাঠে বিকেল তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে খুলনা আবাহনী ফুটবল একাডেমি বনাম ফ্রেন্ডস ফুটবল একাডেমি ফকিরহাট।

খুলনা গেজেট/এ হোসেন

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন