সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রিমিয়ার লিগে বসুন্ধরার শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। আসরের উদ্বোধনী ম্যাচে উত্তর বারিধারাকে হারিয়েছে দলটি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে জয় তুলে নেয় কিংসরা। কদিন আগেই যারা মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করে বসুন্ধরা। ৩৫ মিনিটে আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা দলকে লিড এনে দেন। ৫৫ মিনিটে মোহাম্মদ ইব্রাহিম ব্যবধান ২-০ করেন।বৃহস্পতিবার একই ভেন্যুতে একই সময়ে আবাহনী লিমিটেড খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন