সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আটরায় শেখ আবু নাসের গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে আবাহনী ফুটবল একাডেমি

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে খুলনা আবাহনী ফুটবল একাডেমি। আজ বুধবার (৬ জানুয়ারি) নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছে দিঘলিয়ার রাজু স্মৃতি ফুটবল একাদশকে। দলের পক্ষে জয়সুচক একমাত্র গোল করেন রিয়াজুল।

এর আগে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন  বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলনার উপ-পরিচালক মো. আতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলি, বিকেএসপির ফুটবল কোচ মোস্তাকিম ওয়াজেদ, সৈয়দ আজগর আলি। বৃহ:স্পতিবার একই মাঠে দুপুর তিনটায় প্রতিযোগিতার পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ব্রাইট ফিউচার ক্লাব ও টোলনা ফুটবল ক্লাব, ডুমুরিয়া।

খেলা পরিচালনা করেন কামাল আহমেদ, কামরুল আযম বাবু ও আজিবর রহমান।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন