সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শেষ মুহূর্তের গোলে সেমিতে আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপ ফুটবলে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল আবাহনী লিমিটেড। সোমবার প্রতিযোগিতার শেষ কোয়ার্টার ফাইনালে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় দলটি। একেবারে শেষ মুহূর্তে গোল পায় আকাশি-নীলরা। একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো।

বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে প্রতিযোগিতার রেকর্ড ১১বারের চ্যাম্পিয়ন আবাহনী। এর আগে বুধবার প্রথম সেমিফাইনালে সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ফাইনাল ১০ জানুয়ারি।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আবাহনী। তবে মারিও লেমোসের দল জালের দেখা পাচ্ছিল না। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষা, ঠিক তখন আলোর দেখা যায় আবাহনী।

একেবারে শেষ দিকে যোগ করা সময়ে আসে জয় সূচক গোল। নাসিরউদ্দিন চৌধুরীর থ্রোয়ের পর সাইঘানি লং পাসে জীবন হয়ে বল পেয়ে যান ফিলহো। বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে সেমির টিকিট পায় ২০১৮ সালে প্রতিযোগিতায় সবশেষ শিরোপা জেতা আবাহনী।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন