সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রেস্তোরায় খাওয়ার পর আইসোলেশনে ভারতীয় পাঁচ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ায় জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। তাদের পাঠানো হয়েছে আইসোলেশনে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতের টেস্টের সহ-অধিনায়ক রোহিত শর্মা, রিশাভ পান্ত, শুভমান গিল, পৃথ্বীশ ও নবদিপ সাইনি গতকাল মেলবোর্নের এক রেস্তোরায় খেতে যান। তাদের খাওয়ার একটি ভিডিও প্রকাশের পর অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে। তাদের দ্রুত আইসোলেশনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, আইসোলেশনে থাকার সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন তারা কিন্তু আসা-যাওয়া করতে হবে আলাদা। অস্ট্রেলিয়ার কোভিড প্রটোকল অনুযায়ী, ক্রিকেটাররা হোটেলের বাইরে উন্মুক্ত স্থানে চলাফেরা করতে পারবেন। কোনো রেস্তোরায় খেতে হলে বাইরে বসে খেতে হবে।

রোহিত, পান্তদের দেখা যায় রেস্তোরার ভেতরে বসে খাবার খাচ্ছিলেন। দুই বোর্ড এরই মধ্যে তদন্তে নেমেছে। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে রোহিতদের ভাগ্যে কী হবে তা সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, গত বছর ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ চলাকালে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম ভাঙায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইংলিশ পেসার জফরা আর্চার।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন